March 5, 2025, 10:40 pm
শিরোনাম :
বাগাতিপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ সরকারি দুই কর্মকর্তার সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ। অবশেষে অনুষ্ঠিত হলো বন্ধ হওয়া সেই ঐতিহ্যবাহী গ্রামীন যাত্রাপালা নাটোরে যৌথ অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন নাটোরে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রোবাস্ট পেট্রলিং ও গোয়েন্দা নজরদারি। নাটোর বাগাতিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ফকরুদ্দিনের মতো আপনাকে অপমান জনক ভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই -নাটোরে অ্যাডঃ আহমেদ আযম খান নাটোরে গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিশাল শোডাউন ও খাওয়ার আয়োজন নাটোরে পূর্ব শক্রতার জেরে অর্ধশতাধিক  কলা গাছ কর্তন

সরকারি দুই কর্মকর্তার সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ।

নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের বিরুদ্ধে উপজেলার দুই কর্মকর্তার সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৩রা মার্চ) ওই দুই কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবা কর্মকর্তা উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজে এবং যুব উন্নয়ন কর্মকর্তা দয়ারামপুর কলেজে দায়িত্ব পালন করেন। ট্যাগ অফিসারের সম্মানী বাবদ কাদিরাবাদ ক্যান্টঃ স্যাপার কলেজ ১ হাজার ২শ টাকা এবং দয়ারামপুর কলেজ ২ হাজার ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের কাছে প্রদান করে। টাকা প্রাপ্তির ৪ মাস পেরিয়ে গেলেও সম্মানীর টাকা বুঝিয়ে না দেওয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল সোমবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব,রাজশাহী বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই দুই কর্মকর্তা।
এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ সম্মানীর টাকা বজলুর রশিদের কাছে বুঝিয়ে দেন। সেই টাকা আমাদের বুঝিয়ে না দিয়ে তিনি নিজেই আত্মসাৎ করেছে। টাকা না পেয়ে বাধ্য হয়ে আমরা লিখিত অভিযোগ করেছি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, দায়িত্ব পালন করার চার মাস পরেও টাকা না পেয়ে অভিযোগ করেছি। যেহেতু অভিযোগ করেছি, তাই এরপরে টাকা দিতে আসলেও গ্রহন করিনি।
ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কলেজ থেকে টাকা দিয়ে গেলেও পরে এবিষয়টা আমার মনে ছিল না। কয়েকদিন আগে টাকা বুঝিয়ে দিতে চাইলেও তারা টাকা নিতে চাননি।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা