সেলিম মাহবুব,সিলেট:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় পিতা-পুত্র চেয়ারম্যান। পিতা হাজী সুন্দর আলী ইউপি চেয়ারম্যান ও পুত্র রফিকুল ইসলাম কিরণ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখানে বেশ আলোচনায় উঠে এসেছেন তারা। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামের বাসিন্দা হাজী সুন্দর আলী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী সুন্দর আলী এ ইউনিয়নে ২০১২ সালের নির্বাচনে প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালে তিনি নির্বাচনে আবারো ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে গত ২৯ মে ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলীর পুত্র রফিকুল ইসলাম কিরণ। তিনি ৪০ হাজার ৩২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। হাজী সুন্দর আলী ও তার পুত্র সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম কিরণ দু’ জনই যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের অনুসারী হিসেবে পরিচিত তারা দু’ জন। ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা মুজিবুর রহমান, নিজাম উদ্দিন ও আব্দুল হক, কাউসার আহমদ, রইছ মিয়া জানান, চেয়ারম্যান হিসেবে হাজী সুন্দর আলীর বেশ সুনাম রয়েছে। তার পুত্র পিতার পথেই হাটবেন বলে তাদের বিশ্বাস। তারা আরো বলেন দু’জন প্রবাসী হলেও কোন অসুবিধা নেই। বছরের বেশি সময় দেশের ব্যবসা- বানিজ্য ও সাধারণ মানুষের কল্যানে সময় ব্যয় করেন তারা।##