সেলিম মাহবুব,সিলেট:
সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট এর আয়োজনে আগামী ১২ জুলাই ২০২৪ ইং থেকে সুনামগঞ্জের বাউল শিল্পীদের মধ্যে গানের প্রতিযোগীতা শুরু হতে যাচ্ছে। ১ম পুরস্কার -১,০০০০০/-(এক লক্ষ টাকা), ২য় পুরস্কার -৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা), ৩য় পুরস্কার -২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা)। প্রতিযোগিতার বিচারক মন্ডলী গণ উপস্থিত থেকে বিজয়ী নির্ধারণ করবেন। স্থানঃ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সিলেট। ০৩ টি গ্রেডে শিল্পী দের কে গানে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হবে। সি গ্রেড হবে ০৫ বছর বয়স থেকে ৩০ বছর বয়স পর্যন্ত। রেজিষ্ট্রেশন ফি লাগবে -৫০০/- (পাঁচ শত টাকা) বি গ্রেড হবে - ৩০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত। রেজিষ্ট্রেশন ফি লাগবে -৬০০/- (ছয়শত টাকা) । এ গ্রেড হবে -৪০ বছর থেকে উপরে যাদের বয়স। রেজিষ্ট্রেশন ফি লাগবে -১,০০০/-(এক হাজার টাকা)। আগামী ০৫ জুলাই -২৪ ইং তারিখের মধ্যে নাম তালিকা ভুক্ত করার জন্য অনুরোধ হয়েছে। গীতিকার মাসুক আহমদ তাহের, সভাপতি। গীতিকার মাসুক এলাহী চৌধুরী, সাধারণ সম্পাদক
সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট।
প্রয়োজনেঃ মোবাইল:- ০১৭১২৫৮০৪৩০/ ০১৯১২১২৭৫৫৩/
০১৭১২৬২৩০৬০
০১৭১৩৪৭৬৮৯৮/
০১৭১২২৮৩৪৩৫
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv