সেলিম মাহবুব,সিলেট:
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিরাপত্তাহীনতায় ভুগার কথা জানিয়ে থানায় জিডি করেছেন ব্যারিস্টার সুমন এমপি। শনিবার (২৯ জুন) রাতে শেরেবাংলা নগর থানায় জিডি করেন তিনি। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জিডিতে উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থান করছিলেন তিনি। রাত আনুমানিক ২ ঘটিকার সময় তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারি মোবাইলফোন থেকে ব্যারিস্টার সুমনকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, তাকে হত্যার জন্য অজ্ঞাত নামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতের বেলা বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন তিনি ওসি'র কাছে অজ্ঞাতনামা ব্যক্তি দের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর থেকেই তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন। শেরে বাংলা নগর থানার পুলিশ পরিদর্শক সজীব দে শনিবার থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।##
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv