March 10, 2025, 9:46 am
শিরোনাম :
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মিজান, সম্পাদক মান্নাফ। নাটোরের বাগাতিপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত। ৬ দাবি নিয়ে ধর্ষণের বিরুদ্ধে জামনগর ডিগ্রি কলেজে মানববন্ধন বাগাতিপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ সরকারি দুই কর্মকর্তার সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ। অবশেষে অনুষ্ঠিত হলো বন্ধ হওয়া সেই ঐতিহ্যবাহী গ্রামীন যাত্রাপালা নাটোরে যৌথ অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন নাটোরে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রোবাস্ট পেট্রলিং ও গোয়েন্দা নজরদারি। নাটোর বাগাতিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

৬ দাবি নিয়ে ধর্ষণের বিরুদ্ধে জামনগর ডিগ্রি কলেজে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:-

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে জামনগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের শিক্ষার্থীরা।
এসময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে একতাবদ্ধ উল্লেখ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ ছয়টি দাবি উত্থাপন করেছেন তারা।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার ২ নং জামনগর ইউনিয়নের জামনগর ডিগ্রি কলেজ গেট সংলগ্নে এই মানববন্ধন করেন।

এসময় শিক্ষার্থীরা সরকারের সমালোচনা করে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয়।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তিসহ ওই কলেজ শিক্ষার্থীদের দাবি।
১. দেশের ধর্ষণ আইন পরিবর্তন করে দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে শাস্তি দ্রুত সময়ে কার্যকর করতে হবে।
২. মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে।
৩. সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৪. নারী নির্যাতনের ঘটনায় আইনী প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. আইনী সহায়তা ও বিচারের প্রক্রিয়া নারীবান্ধব করে তুলতে হবে।
৬. সর্বোপরি বাড়িতে, বাইরে সর্বোত্র নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও কার্যকর হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা