বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:-
নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে জামনগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের শিক্ষার্থীরা।
এসময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে একতাবদ্ধ উল্লেখ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ ছয়টি দাবি উত্থাপন করেছেন তারা।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার ২ নং জামনগর ইউনিয়নের জামনগর ডিগ্রি কলেজ গেট সংলগ্নে এই মানববন্ধন করেন।
এসময় শিক্ষার্থীরা সরকারের সমালোচনা করে বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয়।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তিসহ ওই কলেজ শিক্ষার্থীদের দাবি।
১. দেশের ধর্ষণ আইন পরিবর্তন করে দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে শাস্তি দ্রুত সময়ে কার্যকর করতে হবে।
২. মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে।
৩. সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৪. নারী নির্যাতনের ঘটনায় আইনী প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. আইনী সহায়তা ও বিচারের প্রক্রিয়া নারীবান্ধব করে তুলতে হবে।
৬. সর্বোপরি বাড়িতে, বাইরে সর্বোত্র নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও কার্যকর হতে হবে।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv