October 11, 2024, 9:22 pm
শিরোনাম :
রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ। বাঘায় বিএনপির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত মধুপুরে রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

বাবার মৃ’তদে’হ সামনে রেখে বললাম ” বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।

ওমর ফারুক। 

বাবার ঋণ আমি শোধ করবো “

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো “ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে?”

বোনকে অভয় দিয়ে বললাম “শত কষ্ট হলেও শোধ করবো বোন!”

সারারাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে। পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

“আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন। আমি চেষ্টা করবো শোধ করার!”

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো “আমরা ব্যাংক থেকে এসছি। উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন।”

একথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।

মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।
যে রাতে আমি বাবাকে বলেছিলাম,
“আপনি কেমন বাবা? আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার “

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন “আমার সাধ্য মতো চেষ্টা করছি। সময় হলেই পেয়ে যাবে”

হ্যাঁ সে সময়টা এখন এসে গেছে। কিন্তু বাবা চলে গেছে দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম,

“বাবা, আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না। এখন বুঝতে পারছি, কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে” 

FB সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা