October 11, 2024, 9:17 pm
শিরোনাম :
রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ। বাঘায় বিএনপির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত মধুপুরে রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভারতের বস্তারে মাওবাদী সাথে সি আর পি এফ গুলির লড়াইয়ে খতম ১১, জঙ্গি

কলিকাতা থেকে মনোয়ার ইমাম। 

ভারতের ছত্রিশ গড়ে ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী কমনিস্ট সেন্টার এর জঙ্গিগোষ্ঠী র সাথে ভয়াবহ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১১,জন মাওবাদী। ছত্রিশ গড় রাজ্যের সুকুমায় ও বস্তার এর ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিগোষ্ঠী র খোঁজে চিরুনি অভিযান শুরু করে,সি আর পি এফ জওয়ানরা। তাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি ছুড়তে থাকে মাওবাদী সদস্যরা। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় সি আর পি এফ জওয়ানরা। ঘটনার স্হান থেকে প্রায় এগারো জন মাওবাদী সদস্যদের লাশ উদ্ধার করে সি আর পি এফ জওয়ানরা। আহত বহু মাওবাদীদের নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে পড়ে মাওবাদী জঙ্গিগোষ্ঠী সদস্যরা।এর পর পুরো এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতের সি আর পি এফ জওয়ানরা। ঘটনার স্হান থেকে পাওয়া গেছে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক। তবে এই গুলির লড়াইয়ে সি আর পি এফ জওয়ানদের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে ভারতের ছত্রিশ গড় রাজ্যের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিগোষ্ঠী সদস্যরা মাঝে মাঝে হামলা চালায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। বহু ক্ষেত্রে আচমকা হামলার শিকার হন জওয়ানরা। কোথাও লুকিয়ে রাখা মাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনাবাহিনী র কনভয়। বহু ক্ষেত্রে আহত সেনাবাহিনী র সদস্যদের কাছ থেকে হাতিয়ে নেয় মারণাস্ত্র। সেগুলো ব্যবহার করা হয় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। আজকের এই ঘটনার পর বস্তার জেলার পুলিশ সুপার ঘটনার স্হানে ছুটে যান। এবং সি আর পি এফ জওয়ানদের সাথে যুক্ত হয়ে মাওবাদীদের খোঁজে চালিয়ে যাচ্ছে তল্লাশি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা