October 11, 2024, 8:13 pm
শিরোনাম :
রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ। বাঘায় বিএনপির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত মধুপুরে রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় জিআর ওয়ারেন্টভূক্ত ০৯ (নয়), সিআর ওয়ারেন্টভূক্ত ০১ (এক) ও পুলিশ আইনের ৩৪(৬) ধারা মূলে ০৩ (তিন) জন মোট ১৩ (তের) জন আসামি গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। জিআর মামলায় গ্রেফতারকৃত ১. মোঃ আহম্মদ শেখ(৩৯), পিতা-মোঃ দেলোয়ার শেখ, স্থায়ী : গ্রাম- গন্ডব, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ, ২. মটুক শেখ(৩২), পিং- রুহোল শেখ, সাং- গন্ডব, থানা- লোহাগড়া, জেলা-নড়াইল। ৩. মনির(৪৩), পিং- বাচ্চু, সাং- গন্ডব,থানা- লোহাগড়া, জেলা- নড়াইল। ৪. মোঃ হুমায়োন মোল্যা(৩৪), পিতা-কাছেদ মোল্যা, স্থায়ী : গ্রাম- চালিখাট, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ ৫. ইউসুফ মোল্যা(৪৯), পিতা-কাছেদ মোল্যা, স্থায়ী : গ্রাম- চালিখাট, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ ৬. বাশার(৪০), পিতা-অজ্ঞাত ( মিরাজ মোল্যার জামাই ও পুত্র), স্থায়ী : গ্রাম- চালিখাট, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ ৭. মাফুজার রহমান(৩৯), পিতা-আছাদ ধনি, স্থায়ী : গ্রাম- গন্ডব, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ ৮. গিয়াস(৩৪), পিতা-আছাদ ধনি, স্থায়ী : গ্রাম- গন্ডব, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ ৯. বনি আমিন(৩৬), পিতা-কাছেদ মোল্যা, স্থায়ী : গ্রাম- চালিখাট, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বাংলাদেশ। এবং সিআর ওয়ারেন্টভূক্ত ১. লাবলু মোল্যা(৩০), পিতা-মোহাম্মদ, স্থায়ী: গ্রাম- কলাগাছি , রায়গ্রাম, উপজেলা/থানা- লোহাগড়া, জেলা -নড়াইল। একই সাথে পুলিশ আইনের ৩৪(৬) ধারা মূলে আসামি ১. মোঃ আকাশ (২২), পিতা- মৃত ইজাজ শেখ, ২. বিপ্লব শেখ (৩০), পিতা-মোতাহার শেখ, উভায় সাং-চাচই পূর্বপাড়া, ৩. মোঃ সজল শেখ (২০), পিতা- মুঞ্জুর শেখ, সাং- চোরখালী, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলগণদের গ্রেফতার করেন। গত ১০ অক্টোবর’২৪ রাত ২৩ঃ০০ ঘটিকার সময় লোহাগড়া থানা এলাকা হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মামুনুর রহমান, এসআই(নিঃ) মোঃ ফিরোজ ইকবাল ও এসআই (নিঃ) মোঃ খবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা