October 19, 2024, 1:53 pm
শিরোনাম :
সিংড়ায় চেকপোস্ট পরিচালনা করে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-৩ ছাতকে ভারতীয় ৭২ বোতল মদ ও ট্রাক সহ ১৫০ বস্তা ভারতীয় চিনি আটক, গ্রেফতার-৩ বাগাতিপাড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠান। রূপপুর রেলপথ উদ্বোধনের ২২ মাসেও ব্যবহার হয়নি বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অবৈধ বাঁশের বাঁধ অপসারণ। নাটোরের বাগাতিপাড়ায় ঘাস মারার বিষ খেয়ে এক নারীর আত্মহত্যা । ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত

ছাতকে ভারতীয় ৭২ বোতল মদ ও ট্রাক সহ ১৫০ বস্তা ভারতীয় চিনি আটক, গ্রেফতার-৩

সেলিম মাহবুব,সুনামগঞ্জ:

ছাতকে থানা পুলিশের পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ এবং ১৫০ বস্তা ভারতীয় চিনি সহ জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে পৃথক স্থান থেকে মদ ও চিনি সহ তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই বিন আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ৭২ বোতল এসি ব্ল্যাক মদ সহ মাদক কারবারী ফজলুর রহমান(৫০)কে আটক করেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের নজমপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র। তার বসতঘরে রক্ষিত অবস্থায় মদ সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফজলুর রহমান সহ পলাতক একই গ্রামের ছোরাব আলীর পুত্র আল আমিন(২৭)’র বিরুদ্ধে ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা(নং-১২) রুজু করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ফজলুর রহমাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে অপর এক অভিযানে ১৫০ বস্তা চিনি সহ ২ চোরা কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটের সামনে থেকে একটি মিনি ট্রাকে (নং-ঢাকা মেট্রো ড-১২-৫২০৭) বোঝাই করা ট্রাক সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ফজর আলীর পুত্র শফিউল আলম (২৭) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সনখলা গ্রামের আবু তাহেরের পুত্র আকতার হোসেন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পার্কিং করা অবস্থায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ জড়িত দু’জনকে আটক করে। এসময় চিনির পক্ষে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি আটককৃতরা। আটককৃত চিনির বর্তমান বাজার মুল্য সাড়ে ৮ লক্ষ টাকা বলে জানা গেছে। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করায় তাদের বিরুদ্ধে চোরাচালান নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় ১টি মামলা(নং-১৩)করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এসব সত্যতা স্বীকার করেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা