বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
” সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জামনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জামনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২ নং জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম রাব্বানী, ইউপি সদস্য শ্রী বাচ্চু কুমার দাস, মো: শহিদুল ইসলাম, মো: আব্দুস সালাম ।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য মোছা: দিলরুবা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল আজিজ, মোছা: আসমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনপ্রতিনিধিরা বদ্ধপরিকর। সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামার করেন তারা।