বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়ন পরিষদের
সাবেক চেয়ারম্যান ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহাবকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সন্ধায় দয়ারামপুর ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে, বের হলে তাকে আটক করা হয়।
আব্দুল ওয়াহাব, মৃত: ওয়াকিল উদ্দিন আহাম্মেদ ছেলে, এবং মিস্ত্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, এছাড়া তিনি নাটোর জেলা কৃষকলীগের সেক্রেটারি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।