বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) জামনগর দোবিলা উচ্চ বিদ্যালয় মাঠে জামনগর ইউনিয়ন বিএনপি’র নেতা আবু বক্কর সিদ্দিক বাবুর আয়োজনে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামনগর ইউনিয়নের, স্বেচ্ছাসেবক দলের নেতা, মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায়, এবং জামনগর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও উপজেলা বিএনপি নেতা, এ,কে,এম শরিফুল ইসলাম লেলিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো: আনসার আলী, সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, মোহাম্মদ শামীম সরকার,মো:জাহাঙ্গীর আলম, সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক আহবায়ক কমিটির সদস্য নাটোর,মোঃ সুলতানুল ইসলাম জামনগর ইউনিয়ন যুবদল নেতা, ও ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বাবুল হোসেন প্রমুখ।
জানাযায়,তাইফুর ইসলাম টিপুর উদ্যোগে আগামী ২৫ শে মার্চ ইফতার মাহফিল ও দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনাই বিশেষ দোয়া মাহফিল সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের উদ্বুদ্ধ করতে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম কে ফুল দিয়ে বরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা,মোঃ জহুরুল হক জনি।