বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১শে মার্চ রোজ শুক্রবার বাদ জুম্মা বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামে যুবকদের উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়,যেখানে আশে পাশের পাড়া মহল্লার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলোচনায়,মুন্সিপাড়া জামে মসজিদের পেশ ইমাম, মোহাম্মদ মাহবুবুর রহমান মুহতামিম, বাঁশবাড়িয়া বাবু সালাম মাদ্রাসা, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যার বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
এর পর ফিলিস্তিন বাসীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মিছিলটি নিয়ে ওই বাজারের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।