বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নিজেদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে মাত্র এক মাস আগে ঋণ নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিতলীপাড়া গ্রামে একটি টিনের ঘর তুলেছিলেন আব্দুল বারিক ও মলি বেগম দম্পতি। সামান্য আয়ে চলত তাদের সংসার, তবু ছোট্ট এই আশ্রয়েই ছিল স্বস্তি ও শান্তি। কিন্তু হঠাৎ এক মুহূর্তের আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এই দিনমজুর পরিবার।
আজ রবিবার (৩০ মার্চ) বিকেলে আব্দুল বারিকের স্ত্রী মলি বেগম রান্না করার সময় চুলা থেকে আগুনের স‚ত্রপাত হয়। মুহ‚র্তেই তা ছড়িয়ে পড়ে রান্নাঘর থেকে পুরো বাড়িতে। আগুন লাগার খবরে স্থানীয়রা দ্রুত ছুটে আসলেও পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আশপাশে পানির ব্যবস্থা না থাকায় তারা ব্যর্থ হন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই আগুনে সর্বস্ব হারান আব্দুল বারিক ও মলি বেগম। সদ্য ঘরে তোলা কষ্টের ফসল ভয়াবহ আগুন থেকে রক্ষা করতে গিয়ে আব্দুল বারিক আহত হন। চোখের সামনে স্বপ্ন ভস্মীভূত হতে দেখেও কিছু করার ছিল না তার।
আব্দুল বারিক বলেন, হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি রান্না ঘরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসত ঘরে ছড়িয়ে পরে। ঘরে মসুরের ডাল ছিল, ঘর থেকে মসুর ডাল বের করতে গিয়ে আগুনের তাপে আমার হাত ও পিঠের কিছু অংশ পুড়ে যায়। চোখের সামনে আগুনে আমার সব শেষ হয়ে গেছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা করা হবে।