April 3, 2025, 5:03 pm
শিরোনাম :
লোহাগড়ায় ইউপি নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। একটি হারানো বিজ্ঞপ্তি, বাগাতিপাড়া উপজেলার, জামনগর টু আড়ানী বাজার এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।  বাগাতিপাড়ায় আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুর পরিবার বাগাতিপাড়ায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে, ঈদ সামগ্রী বিতরণ করলেন। বাঁধনে জামনগর সংগঠন। নাটোরের বাগাতিপাড়ায় প্রতি পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাচ্ছে ৫৯৬ টি পরিবার। নাটোরের বাগাতিপাড়ায় ফিলিস্তিনের মুসলমানদের ওপর নিশংস গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল । বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল। পাঁচবিবিতে ২শ কলার গাছ কাটার অভিযোগ নাটোরের বাগাতিপাড়ায় ‘ডেভিল হান্টে’ সাবেক ইউপি চেয়ারম্যান আটক নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল।

একটি হারানো বিজ্ঞপ্তি, বাগাতিপাড়া উপজেলার, জামনগর টু আড়ানী বাজার এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে। 

একটি হারানো বিজ্ঞপ্তি,,

নাটোরের বাগাতিপাড়ায় জামনগর টু আড়ানী বাজার এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।

আজ ৩১/৩/২০২৫ তারিখ রোজ সোমবার আনুমানিক ৩.৩০ এর দিকে জামনগর বাজার হয়তে পকেটখালী মোড় হয়ে, আড়ানী রেলগেট এর মধ্যে একটি মানিব্যাগ হারিয়ে যাই, মানিব্যাগ এ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, মো: আইয়ুব আলী নামে, Hero Hf Delux গাড়ির স্মার্ট কার্ড ও বুরো বাংলাদেশ এনজিওর কার্ড রয়েছে। কেউ যদি পেয়ে থাকেন দয়া করে নিচের দেয়া ফোন নম্বরে জানাবেন যোগাযোগ : ইমন আলী , মৃত মোক্তার হোসেন, গ্রাম:-জামনগর কুঠিপাড়া, বাগাতিপাড়া, নাটোর.
০১৭৭৯২৪৭৫৬৪

পোস্টটি শেয়ার করে দিবেন।

বি: দ্র: ওই মনিব্যাগে নগদ আনুমানিক ৩৫০০/- শত টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ মো: আইয়ুব আলী নামে, Hero Hf Delux গাড়ির স্মার্ট কার্ড ও বুরো বাংলাদেশ এনজিওর কার্ড রয়েছে।যদি কোন ব্যাক্তি পয়ে থাকে থাকেন আমাদের জনাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা