October 13, 2024, 10:15 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

ছাতকে কৃষকদের মাঝে কৃষিপূন্য ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি চত্বরে সোমবার বিকেলে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও কৃষি পন্য অনুষ্টানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক হোসেন খান’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্লাত হোসেনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে কৃষি পন্য ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষকদের মাঝে আধা ও হলুদ বিতরণ ও মইনপুর এডিআরপি কৃষক গ্রুপের সভাপতি মিজানুর রহমানের হাতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি। এসময় বক্তব্য রাখেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সোহরাব হোসেন৷ উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক ভুইয়া, সোয়েব আহমদ, মাহবুবুর রহমান শুভ, হাজেরা বেগম, বিদুৎ তালুকদার, পিংকু সরকার, শাহ পারভেজ, স্বপন হোসেন, শুভাসীষ শেখর দাস, জহিরুল ইসলাম। এ সময় আরো উপস্হিত ছিলেন কৃষক ছাব্বির আহমদ, কাওসার খান, হেলাল আহমদ, সাইদুর রহমান, আব্দুস সোহবান, আরজক আলী, বোরহান উদ্দিন, রহিম উদ্দিন, আছিয়া খাতুনসহ৷ এ সময় ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ বক্তারা বলেন বর্তমান সরকার কৃষক জন্য কাজ করে যাচ্ছে। কৃষকরা আমাদের দেশের সম্পদ। সরকার কৃষান-কৃষানিদের বিভিন্ন সার, ধান, ভূট্টা, কীটনাসক, আধা, হলুদ ও কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষান কৃষানির মধ্য উৎসাহী করে তুলেছেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং বাংলাদেশ কে একটি স্মার্ট ডিজিটাল কৃষি বান্ধব সরকার গড়ে তুলার আহবান জানান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা