October 12, 2024, 7:29 am
শিরোনাম :
মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ। বাঘায় বিএনপির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

দোয়ারাবাজারের সীমান্ত দিয়ে আসছে গরু-মহিষ ছাতক-সুনামগঞ্জ হয়ে পাচার হচ্ছে বিভিন্ন অঞ্চলের রুটে

সেলিম মাহবুব,সিলেট

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে প্রতিরাতেই চোরাইপথে অবাধে আসছে ভারতীয় গরু-মহিষের চালান। পরে এসব দোয়ারাবাজার থেকে সুনামগঞ্জ ও ছাতক হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে স্থানীয় চোরাকারবারিরা। প্রতিরাতে চোরাকারবারিদের দখলে চলে যায় দোয়ারা বাজার উপজেলার সীমান্তের চার ইউনিয়ন ও ছাতকের ২ টি ইউনিয়নের রাস্তাঘাট। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত থাকলে ও মূলত এ ব্যাপারে কার্যকরি কোনো পদক্ষেপ নেন নি তারা। স্থানীয় লোক একাধিকবার ভারতীয় গরু মহিষ আটক করে ছাতক ও দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসব বিষয়ে কোন কর্ণপাতই করেনি বলে জানান ভুক্তভোগীরা। অপরদিকে এলাকার ব্যবসায়ী ও চোরাকারবারিদের সাথে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ দহরম-মহরম ও সখ্যতা প্রায়ই পরিলক্ষিত হয়। মাঝে মধ্যে অভিযানের নামে আইওয়াস করে ২/৪ গো-মহিষ চালান দিতে দেখা যায়। দোয়ারাবাজার উপজেলার বোগলা, বাংলাবাজার, লক্ষীপুর ও নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন রুট দিয়ে নিয়মিত ছাতকে আসছে ভারতীয় গরু-মহিষ। আর এখন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে গরু-মহিষ পাচার হয়ে থাকে।এদিকে ভারতীয় গরু-মহিষ আমদানি নিয়ে ছাতক এবং দোয়ারাবাজারে একাধিকবার সংঘর্ষের ঘটনা ও ঘটেছে। ছাতক- দোয়ারাবাজারের প্রভাবশালী একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাই ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে ছাতকের নোয়ারাই, বাতির কান্দি, বারকাহন, ছনবাড়ী, ধনিটিলা ও দোয়ারাবাজারের বোগলা, নরসিংপুর, চাইরগাঁও, লাসতবের গাঁও এলাকার বেশ কিছু লোকজন জানিয়েছেন। প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের হস্তক্ষেপ ছাড়া এখানে চোরাচালান রোধ সম্ভব নয় বলে ও তারা এও জানান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা