October 12, 2024, 2:26 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

নজরকাড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভা র নির্বাচন।

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম.

ভারতের লোকসভা র নির্বাচন শেষ দফায় আয়োজিত হতে চলেছে। আগামী কাল ১লা, জুন ঠিক সকাল ৭টায়, থেকে ভোট দিতে পারবেন ভারতের নাগরিক। এই শেষ দফায় নির্বাচনের আগে কড়া নিরাপত্তা য় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন যায়গায়। প্রতিটি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয় অস্ত্র নিয়ে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাথে থাকবে রাজ্যের পুলিশ। ভারতের মুখ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোন গন্ডগোল ও ঝামেলা বরদাস্ত করা হবে না। তাই সি সি টিভি ক্যামেরা ব্যবহার করা হবে বুথে। পশ্চিম বাংলা র কলকাতা সহ যাদবপুর লোকসভা কেন্দ্র এবং জয়নগর মথুরাপুর লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র সহ আরো অনেক কেন্দ্র এ ভোট হবে। আজ থেকে আসতে চলেছে ভোট নিতে আসা কর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার সকলেই কড়া নিরাপত্তা র মধ্যে ভোট করাতে বদ্ধ পরিকর। আগামী ৪ই, জুন ভারতের লোকসভা র ভোট গণনা শুরু হবে। সাথে সাথে ভাগ্য পরিবর্তন করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের। এবারের নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের সাথে অবিজেপি জোট সরকার গঠন করতে ইন্ডিয়া টিম তৈরি করা হয়। কিন্তু ভোট শুরু হবার আগেই এই জোট ভেঙে বের হয়ে আসে তৃনমূল দল। বর্তমানে বি জে পি জোট এন ডি এ ফের ক্ষমতায় আসবে না, আবার ভারতের নাগরিকরা ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে টিম ইন্ডিয়া ক্ষমতা দখল করতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪,ই, জুন পর্যন্ত।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা