March 21, 2025, 3:24 pm
শিরোনাম :
বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল। পাঁচবিবিতে ২শ কলার গাছ কাটার অভিযোগ নাটোরের বাগাতিপাড়ায় ‘ডেভিল হান্টে’ সাবেক ইউপি চেয়ারম্যান আটক নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক। নাটোরে সাংবাদিকদের উপর হামলা, অবৈধ গ্রেফতার এবং ওসি-ইউএনও’র প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মিজান, সম্পাদক মান্নাফ। নাটোরের বাগাতিপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত।

পাঁচবিবিতে ২শ কলার গাছ কাটার অভিযোগ

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ২শ কলার গাছ কাটার ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামে গেলে ভুক্ত ভূগী কৃষক মৃতঃ ফুল মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন থেকে তারা ১০শতক জমিটি দানেজপুর গ্রামের সুজাউল করিম শিপন এর নিকট থেকে এগ্রিমেন্ট নিয়ে চাষাবাদ করছে। বর্তমানে মানিক কলা (অনুপম) চাষ করছেন।

কিছুদিন ধরে প্রতিবেশী দানেজপুর গ্রামের আব্দুলের পুত্র দুখু স্থানীয় পুটার বিলের নায়েবের পুত্র খোকন ও জলপায়তলী গ্রামের কাশেমের পুত্র কায়েমকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাককে জমিটি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে অন্যথায় তাকে মারপিটসহ কলার বাগান কেটে ফেলার হুমকি দিয়ে আসছিল। ইতিপূর্বে কয়েক দফা কলা কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১৯ মার্চ বুধবার দিনের বেলা জমিটি নিরানীসহ পরিচর্যা শেষ করেন। রাতে প্রতিপক্ষরা আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে বলে আসে জমি ছেরে না দিয়ে নিরানী দিয়েছো।

তোমার কলার বাগান আজ রাতেই শেষ করে দিব। আজ বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখেন নতুন পুরাতন সব কলার গাছ কেটে ফেলা কলার কাঁদিগুলোর মুল্যে প্রায় দুই লক্ষ টাকা বলে জানান আব্দুর রাজ্জাক। কিছু কলা কেটে নিয়ে গেছে, আবার কিছু অপরিপক্ক কলার কাদি কেটে নষ্ট করেছে। এই কথা গুলো বলেই আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন ডুকরে কেঁদে ফেলে।

তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ফসলটি চাষাবাদ করেছেন এখন তারা দুঃচিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। এই অভিযোগের বিষয়ে পতিপক্ষ খোকন পরিবারের সাথে কথা বললে তারা বলেন আমরা ক্রয় সূত্রে জমির মালিক তারা এগ্রিমেন্ট নিয়ে চাষাবাদ করছে।

 

আমরা দীর্ঘদিন থেকে জমি ছেড়ে দিতে বললেও তারা জমি ছেড়ে দেয় না। আব্দুর রাজ্জাক থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা